জাকিরুল ইসলাম বাবু: জামালপুরের দিগপাইত ইউনিয়নের দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয়ে এক বছর ধরে অনুপস্থিত রয়েছেন অফিস সহকারী স্বপন কুমার ঘোষ । তার বিরুদ্ধে অনুপস্থিত থেকেও নিয়মিত সরকারি বেতন-ভাতা ও উৎসব ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এদিকে বিষয়টি নিয়ে শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের মধ্যে বইছে চরম ক্ষোভ। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক রয়েছেন। তবে বিষয়টি জানা মাত্রই প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে বৃহস্পতিবার সকাল ১০ টায় নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন।
খোজ নিয়ে জানা যায়, ১৯৬৯ সালে জামালপুর জেলার সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয়৷ বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৩০০/৩৫০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। এদিকে এই বিদ্যালয়ে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই পলাতক রয়েছে অফিস সহকারী স্বপন কুমার ঘোষ। এর আগেই তিনি আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে করতেন না অফিস। পাশাপাশি জড়াতেন বিদ্যালয়ে বিভিন্ন অনিয়মে। তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান এর সহায়তায় তিনি তাঁর স্বাভাবিক বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে যাচ্ছেন।
এদিকে বিষয়টি নিয়ে জানতে বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে গেলে তার দরজা দেখা যায় বন্ধ। প্রায় ২ ঘন্টা অপেক্ষায় থাকার পর দেখা মিলে সহকারী প্রধান শিক্ষক মোকাদ্দেস আলীর সাথে। তিনি সাংবাদিকদের জানান,৫ তারিখের পর থেকেই পলাতক অফিস সহকারী স্বপন কুমার ঘোষ।প্রধান শিক্ষক স্যারের থাকে শুনেছি তিনি ছুটিতে আছে।
এদিকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি তারিকুজ্জামান বিপ্লব জানান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পর্যবেক্ষণ এসে স্বপন কুমার ঘোষ এর জায়গায় লাল চিহ্ন দিয়ে অনুপস্থিত চিহ্ন দিয়ে গেছে এবং তাৎক্ষনিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়ে গেছেন বলে জানান। তিনি আরো জানান, আমি ইতিমধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।
Leave a Reply