পাবনা জেলা প্রতিনিধিঃ পাবনা জেলার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট রিটাস হাইস্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ গ্রহন করে মোঃ রাকিবুল ইসলাম রকি। সদ্য প্রকাশিত ফলাফলে সকলের মুখ উজ্জ্বল করেছে। ১০ জুলাই ২০২৫ চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সেন্ট রিটাস হাইস্কুল(চাটমোহর,পাবনা) থেকে মোট পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২৪০ জন, ৫০ জন এ প্লাস সহ মোট ২২৭ জন পাশ করে ও ১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। রাকিবুল ইসলাম রকি ৫০ জন সৌভাগ্যবান ও সৌভাগ্যবতীর মধ্যে একজন। ১৩০০ নম্বরের মধ্যে ১১২৬ নম্বর (৮৭% মার্ক) পেয়ে পিতা-মাতা,দাদা-দাদীসহ শিক্ষক-গুরুজনদের মুখ উজ্জ্বল করেছে। রাকিবুল ইসলাম রকির স্বপ্ন সে একজন মানবিক ডাক্তার হতে চায়। ভবিষ্যত পরিকল্পনা কি বিষয়ে কথা হয়
রকি’র সাথে। সে বলে আমি ভবিষ্যতে মানুষ হতে চাই দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে চাই।
রাকিবুল ইসলাম রকির জন্ম পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের এক নং ওয়ার্ডের কচুগাড়ী গ্রামের পুর্বপাড়া মোল্লা বাড়ীতে। পিতা মোঃ আলমগীর হোসেন মালএশিয়া প্রবাসী ও মাতা রুমা খাতুন গৃহিনী। রুমা খাতুনের অক্লান্ত পরিশ্রমের কারনে ছেলের ভালো ফলাফলে আল্লাহর প্রতি শুকরিয়া ও শিক্ষক মন্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ছেলেকে ভালো স্কুলে,ভালো শিক্ষকের কাছে পড়ানোর জন্য গ্রামের বাড়ীঘর ফেলে শহরে থেকে অবর্ননীয় পরিশ্রম করেছেন। তিনি বলেন আমার ছেলে মানুষের মত মানুষ হয়ে দেশ জাতির কল্যাণে কাজ করুক এটা আমি চাই, একজন মা হিসেবে আমি সকলের কাছে দোওয়া চাই।
রাকিবুল ইসলাম রকি প্রসঙ্গে কথা হয় তার বড় আব্বা বিশিষ্ট কবি ও সাংবাদিক, প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর সাথে, তিনি বলেন যে, রাকিবুল ইসলাম রকি অত্যন্ত জিদ্দি প্রকৃতির ছেলে। পরীক্ষার দুই সপ্তাহ আগেও ভীষণ অসুস্থ ছিলো, আল্লাহর রহমতে পরীক্ষায় গ্লোল্ডেন জিপিএ (৮৭% মার্ক)পেয়ে পিতা-মাতা,দাদা-দাদী,শিক্ষক মন্ডলীদের,পরিবার, জ্ঞাতি-গোষ্ঠী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবীসহ সকলের মুখ উজ্জ্বল করেছে।এজন্য একজন অভিভাবক হিসেবে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পরীক্ষার আগে অসুস্থ না হলে হয়তো আরো কিছু অতিরিক্ত মার্ক অর্জন করতে পারতো। আমি দোওয়া করি ফলাফল ও নম্বরের ভিত্তিতে নয় মানবিক মূল্যবোধ ও মনুষ্যত্বের বিচ্ছুরণে আমার ভাতুষ্পুত্র রাকিবুল ইসলাম রকি আপন আলোয় বিকশিত করুক চারিধার। পারিবারিক শিক্ষা-দীক্ষার বলয়কে আলোকিত করুক আপন আলোয় উদ্ভাসিত আলোকবর্তিকায়। প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ রাকিবুল ইসলাম রকি জন্য
সকলের প্রতি দোওয়া প্রার্থনা করেছেন।
Leave a Reply