স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়েছেন রহিমা আক্তার নামের এক গৃহবধু। তিন সন্তানের জননী রহিমা আক্তার বাতিসা ইউনিয়নের পাটানন্দী গ্রামের বাসিন্দা এবং তাঁর স্বামীর বাড়ি রংপুর জেলায়। গত কয়েক মাস আগে মহাসড়কের হায়দারপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি পঙ্গু হহওয়ার পর স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় স্বামী তাকে রেখে চলে যায়। এখন রহিমা আক্তারের ঠাঁই হয়েছে চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরা গ্রামে মা ভুমিহীন ফিরোজা বেগমের ভাড়া বাসায়। মানুষের দ্বারে দ্বারে গিয়ে পাওয়া সাহায্যে কোনরকম চলছে তাঁর ও সন্তানের জীবন। একটি হুইল চেয়ার না থাকায় দীর্ঘদিন তাঁর চলাফেরায় সমস্যা হচ্ছিল। এমন খবর শুনে পঙ্গু রহিমা আক্তারকে একটি হুইল চেয়ার উপহার দিয়েছে স্বপ্ন পূরণ ফাউন্ডেশন। রোববার বিকেলে হুইল চেয়ার প্রদান করেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের পরিচালক মনির হোসেন খোকন, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, আবু বকর সুজন, ইউসুফ মজুমদার, সানোয়ার হোসেন, স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের সদস্য মোঃ হাসান প্রমুখ। এদিকে হুইল চেয়ার পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞা জানিয়েছে পঙ্গু রহিমা আক্তার।
উল্লেখ্য, সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বপ্ন পূরণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার পর থেকে সমাজের দরিদ্র্য মানুষের কল্যাণে কাজ করছে। অদ্যাবধি পর্যন্ত ১২০টিরও বেশি প্রকল্প সম্পন্ন করেছে সংগঠনটি। ইতোমধ্যে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, দুর্যোগে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, বিয়ে, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানে সহযোগিতাসহ নানাবিধ কার্যক্রম পুরো উপজেলায় প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply