বিলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার | সিলেট | ২২ জুন ২০২৫
সিলেটে মুক্তিযুদ্ধের অন্যতম সাহসী সন্তান, জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগে সমালোচনার মুখে পড়া এএসআই (নিঃ) জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
সম্প্রতি নগরীর একটি এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালীন একটি ঘটনাকে কেন্দ্র করে এএসআই জসিম উদ্দিনের সঙ্গে ওই বীর যোদ্ধার কথা কাটাকাটি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তর্কের এক পর্যায়ে এএসআই উত্তেজিত হয়ে জুলাই যোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এই ঘটনায় স্থানীয় জনসাধারণ ও জুলাই যোদ্ধা সংগঠনের মাঝে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দ্রুত ব্যবস্থা নিতে দাবি জানায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জুলাই যোদ্ধা সংগঠন।
এসএমপি সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দোষী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে সিলেট বিভাগীয় জুলাই যোদ্ধা সংগঠন এর নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “এ ঘটনা শুধু একজন যোদ্ধাকে নয়, পুরো দেশ ও জুলাই যোদ্ধাদের অপমান করেছে। আমরা এর বিচার চাই।”
সিলেট মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে। কোনোভাবেই পুলিশ সদস্যদের দায়িত্বহীন আচরণ বরদাস্ত করা হবে না।”
ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এএসআই জসিম উদ্দিনের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
Leave a Reply