স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কণকপুর ইউনিয়নের নাগড়া গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রবাসীর পরিবার হামলা ও হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, একই পরিবারের সদস্য মাহফুজুর রহমান মোবারক ও তার স্ত্রী রত্না বেগম প্রতিশোধপরায়ণ হয়ে ষড়যন্ত্রমূলকভাবে এসএসসি পরীক্ষার্থী সাহেল ইসলাম সোহান (১৭) ও তার পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়েছে।
ভুক্তভোগী হালিমা ইসলাম জানান, তার স্বামী সৌদি প্রবাসী এবং একমাত্র ছেলে সাহেল ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী। গত ৯ অক্টোবর সন্ত্রাসীদের মাধ্যমে তার ছেলের ওপর হামলা চালানো হয়। এতে সে মারাত্মক আহত হয় এবং একটি দাঁত হারায়। এ ঘটনায় মামলা দায়ের হলেও তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর পার্থ রঞ্জন চক্রবর্তীর নিষ্ক্রিয়তায় দীর্ঘ ছয় মাসেও আসামিরা গ্রেপ্তার হয়নি।
এরপর চলতি বছরের ১২ এপ্রিল সাহেলের বাড়িতে আবারও হামলা চালানো হয়। সাহেল, তার মা হালিমা ও বোন ছাবিলা মারধরের শিকার হন। পরদিনই উল্টো প্রতিপক্ষ রত্না বেগম বাদী হয়ে প্রবাসী পরিবারটির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় জামিন পেলেও পরে একপক্ষীয় তদন্তের ভিত্তিতে সাহেলের জামিন বাতিল হয় এবং ২৬ মে তাকে কারাগারে পাঠানো হয়।
বর্তমানে সাহেল কারাগারে আর তার মা ও বোন আত্মীয়ের বাসায় আশ্রয়ে রয়েছেন। হালিমা ইসলাম প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেছেন।
সাহেলের সহপাঠী ও শিক্ষকরা বলছেন, সে একজন মেধাবী শিক্ষার্থী এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। স্থানীয় গণ্যমান্যরা এ ঘটনাকে পরিকল্পিত ও শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও মামলার প্রত্যাহার দাবি করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের দাপটে সাধারণ নাগরিকরা ক্রমাগত হয়রানির শিকার হচ্ছে। সুষ্ঠু বিচার নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
Leave a Reply