মোঃ আসাদ আলী: গত কাল দিনাজপুরের বোচাগঞ্জে ৮০পিচ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেল সহ ১জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের মাহেরপুর বাজার থেকে আফসার আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পরমেশ্বরপুর বিওপি। বিজিবির দেয়া সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট সময়ে মেইন সীমান্ত পিলার ৩৩২/১ এস হইতে আনুঃ ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যান্তরে মাহেরপুর বাজার নামক স্থানের পাকা রাস্তা থেকে বিরল উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বসবাসকারী মো. আফাস উদ্দিনের পুত্র মো.আফসার আলীকে ৮০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং একটি ৮০ সিসি ডায়াং রানার মোটরসাইকেল সহ আটক করা হয় ।এবিষয়ে বোচাগঞ্জ থানায় মামলা হয়েছে।
Leave a Reply