বিলাল উদ্দিন: গোয়াইনঘাট উপজেলার অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘদিনের চলমান সমস্যা সমাধানের দাবিতে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবি পরিষদ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বিভাগীয় কার্যালয়, সিলেট-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের বেহাল অবস্থা, কাজের ধীরগতি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, ও প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ঘাটতির বিষয়গুলো স্থানীয় জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইউনিয়নে রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পরিষদের আহবায়ক জনাব নাসির উদ্দিন, সদস্য সচিব ও দৈনিক মরনিং পোস্ট ডটকম এর সিলেট জেলা প্রতিনিধি, সাপ্তাহিক জাতীয় কৃষাণ মাঝি পত্রিকার ক্রাইম রিপোর্টার (গোয়াইনঘাট) জনাব বিলাল উদ্দিন, যুগ্ন- আহবায়ক জনাব মাস্টার আবুল হাসেম, জনাব, এম এ রউফ,জনাব ফয়সল আহমদ, জনাব শামসুজ্জামান, জনাব শওকত আলী, জনাব লুতফুর রহমান,কিবরিয়া আহমদ, মাওলানা ওলিউর রহমান সহ শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
তারা জানান, “এই দাবিগুলো নিছক রাজনৈতিক বা তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা গণমানুষের দাবির প্রতিফলন। আমরা আশা করি, এলজিইডি বিভাগ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।”
এ সময় এলজিইডি সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত প্রতিনিধিদের আশ্বস্ত করে জানান, সংশ্লিষ্ট প্রকল্পসমূহের অগ্রগতি ত্বরান্বিত করা হবে এবং যে কোনো ধরনের অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই স্মারকলিপি প্রদান কর্মসূচিকে ঘিরে এলজিইডি অফিস প্রাঙ্গণে এক শান্তিপূর্ণ পরিবেশে সচেতনতা বৃদ্ধিমূলক উপস্থিতি লক্ষ করা যায়।
Leave a Reply