মেহেদী হাসান জিহাদ বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শীববাটি এলাকার রিক্স চালক শাকিল আহমেদ (৪০)নামে এক জনকে হত্যার
ঘটনায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের ফুলবাড়ী এলাকার করতোয়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল আহমেদ (৪০) শহরের শিববাটি শাহি মসজিদ এলাকার সাজুর ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, দীর্ঘদিন ধরে জিতু ইসলাম শাকিল আহমেদের ১৪ বছর বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় শাকিলের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে কয়েকজন মোটরসাইকেলে এসে শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে করতোয়া নদীর ঘাট এলাকায় তাকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে শাকিল গুরুতর আহত হয়। পরে অভিযুক্তরা শাকিলকে ছিনতাইকারী বলে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাকে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। তারপর তারা তাকে ফেলে পালিয়ে যায়
পরে স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত জিতু ইসলাম ও তার দুই সহযোগী মতি এবং আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিতু ইসলামের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে এবং তার নামে চারটি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply