ষ্টাফ রিপোর্টারঃ কুমিল্রার চৌদ্দগ্রাম এইচ.জে. সরকারি পাইলট স্কুল খেলার মাঠের পাশে দীর্ঘ সময়ের ‘নর্দমা’ পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেছে চৌদ্দগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ। পৌরবাসির কল্যাণে নর্দমা পরিষ্কার করে সৌন্দর্যবর্ধন ‘লেক’ এ রূপান্তর করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও চৌদ্দগ্রাম পৌরসভা প্রশাসক জামাল হোসেন। পৌর সভার এ কার্যক্রম কে বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করেছেন, পৌরসভা প্রকৌশলী ওয়াসিম আহমেদ ও পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর রসুল আহমেদ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এই নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়। পরিস্কার করা এ লেকে কেউ যেনো ময়লা ফেলে নর্দমায় রূপান্তর না করে এ জন্য বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীসহ স্হানীয় লোকজনের সার্বিক সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণ কামনা করেছেন পৌর প্রশাসন।
Leave a Reply