কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: আজ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জের প্রিয় নেতা, জনমানুষের ভোটের নেতা জনাব এ কে এম ফজলুল হক মিলন বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে (ব্রাহ্মণগাঁও, আটলাব, বেরুয়া, মোহানী, উত্তর খৈকড়া, সাতানীপাড়া) পথসভায় যোগ দেন।
উক্ত পথসভায় এলাকার নানা পেশার মানুষ, নারী-পুরুষ এবং বিভিন্ন ধর্মের অনুসারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মিলন ভাই তার বক্তব্যে জানান, তিনি অতীতে কালীগঞ্জের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং আজও তিনি জনগণের পাশে দাঁড়াতে চান।
মিলন ভাই বলেন, “আপনারা আমাকে এক সময় সুযোগ দিয়েছিলেন, আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম। আজ আবার এসেছি, আবার আপনাদের পাশে থাকতে চাই। দোয়া ও ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আপনাদের সেবার সুযোগ পাব। কোনো ভুল পথে নয়, সঠিক পথে থেকে ধানের শীষে ভোট দিন এবং আমাকে আপনাদের কাছে টেনে নিন।”
এসময় মিলন ভাই তার রাজনৈতিক দর্শন এবং এলাকার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন, পাশাপাশি জনগণের কাছে আগামী নির্বাচনে সঠিক নেতৃত্ব নির্বাচন করার আহ্বান জানান।
এতদিনে সৃষ্ট আস্থা এবং সমর্থন দেখে তিনি আরও বলেন, “কালীগঞ্জের উন্নয়ন ও সেবা কখনো থেমে থাকবে না, আমি সবার পাশে থেকে তাদের সমস্যাগুলো সমাধান করব।”
উল্লেখ্য, সাবেক এমপি ফজলুল হক মিলনের প্রতি এলাকার জনগণের ভালোবাসা ও সমর্থন আগের মতোই অটুট রয়েছে, এবং তার এই নতুন পথসভায় অংশগ্রহণের মাধ্যমে তা আরও দৃঢ় হয়ে উঠেছে।
Leave a Reply