সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ‘”তওহীদ ভিত্তিক রাষ্ট্রই শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠায় একমাত্র সমাধান”’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে হেযবুত তওহীদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ সভায় উপস্থিত ছিলেন।
হেযবুত তওহীদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মো: ফুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সদস্য মো: ফয়েজ আহমদ, শ্রমিক নেতা মো: আমির হোসেনসহ অন্যন্যরা।
আলোচনা সভায় মূখ্য আলোচক বলেন, তওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র ও সমাজে কিভাবে মালিক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, নারী শ্রমিকদের অধিকার কিভাবে সমুন্নত এবং নিরাপদে রাখতে হবে, প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় হেযবুত তওহীদের কি প্রস্তাবনা রয়েছে এসব বিষয় বিস্তারিত আলোচনা করা জরুরী। কেননা আমাদের এই দেশে অর্ধেকের ও বেশী নারী সমাজ রয়েছে। তারা বিভিন্ন সময়ে রাষ্ট্রের কল্যাণে অনেক অবদান রেখেছেন। এই রাষ্ট্রের ও সমাজের অবকাঠানো উন্নয়নে বিশাল নারী সমাজকে বাদ দিয়ে কোনভাবেই রাষ্ট্রের সার্বিক উন্নয়ন সম্ভব নয়,তাই রাষ্ট্রের উন্নয়নে নারীদের প্রথমত নিরাপত্তার বিধান সুনিশ্চিত করে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে তাদের কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
আলোচনায় উপস্থিত শ্রমিকগন হেযবুত তওহীদের প্রস্তাবনার সাথে সতস্ফুর্তভাবে একমত পোষন করেন উপস্থিত সকলেই।
Leave a Reply