সিলেট প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার তৈয়ব আলী কারিগরি কলেজের সামনে বড় গাং নদীতে বজ্রপাতে আবদুস সালাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সালাম জৈন্তাপুর উপজেলার লালাখাল ইউনিয়নের তুমরি বস্তী গ্রামের বাসিন্দা। তিনি জাহাঙ্গীর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুস সালাম কলেজ সংলগ্ন বড় গাং নদীর পাশে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও আত্মীয়স্বজনরা অসীম দুঃখে ভেঙে পড়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন। তারা বলেন, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া জরুরি।
নিহতের জানাজা ও দাফন সংক্রান্ত কার্যক্রম স্থানীয়ভাবে পরিচালিত হচ্ছে।
Leave a Reply