শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে চালানো এক বিশেষ অভিযানে একটি মাইক্রোবাস থেকে ১৪৭ বোতল ফেন্সিডিল করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা আমিরুল ইসলাম (৩২) নামক মাদক ব্যবসায়ীকে আটক করে সেনাবাহিনী।
মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে এই ঘটনা ঘটেছে। আটক ব্যক্তি মাইক্রোবাস চালক এবং পঞ্চগড় জেলার ধাক্কামারা এলাকার আবদুল বারেকের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা চৌরঙ্গী মোড়ে একটি সন্দেহভাজন মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির অতিরিক্ত চাকার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসময় মাইক্রোবাসের যাত্রীবেশের আরও দুই মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। কিন্তু চালক ধরা পড়ে যায়। অভিযান শেষে সেনাবাহিনী আটক আমিরুল ইসলাম ও উদ্ধারকৃত ফেন্সিডিল নীলফামারী সদর থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম বলেন, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
(ছবি আছে)
শাহজাহান আলী মনন
নীলফামারী জেলা প্রতিনিধি
মোবাইল -০১৩০৩৬৯২২২৭
তারিখ -১১/০৬/২০২৫ ইং
Leave a Reply