শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল ফলপ্রার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্টিত হয়েছে। সংগঠনটির নীলফামারী জেলা শাখার উদ্যোগে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ফল প্রার্থীরা উপস্থিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
জেল সভাপতি তাজমুল হাসান সাগরের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি বলেন, নিজের ক্যারিয়ার গড়তে হবে ইসলামি বিশ্বের চাহিদার আলোকে। নিজের টার্গেট ঠিক রেখে লক্ষ্যের দিকে তীব্র গতিতে চলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সে লক্ষ্যেই নিজেদের ক্যারিয়ার গড়তে হবে।
তিনি বলেন, আজ মুসলিমরা বিভিন্ন দলে বেদলে বিভক্ত হয়েছে তাই বিধর্মীরা মুসলমানদের উপর যুলুম নির্যাতন করছে।
মুসলিমরা যেদিন একতাবদ্ধ হবে সেদিনই উত্তম জাতিতে পরিণত হবে। নিজের আগ্রহ পরিবারের চাহিদা অনুযায়ী ক্যারিয়ার গড়তে হবে। জব ক্যারিয়ারও ইসলামের চাওয়া অনুযায়ী সাজাতে হবে।
শিক্ষা ব্যবস্থায় মুসলিমদের অবদানের কথা তুলে ধরেন প্রধান আলোচক নুরুল হুদা। পরিশেষে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। অত্যন্ত প্রানবন্ত ও অনুপ্রেরণাদায়ক প্রোগ্রাম হয়ে উঠে অনুষ্ঠানটি। যা নবীনদের সাথে উদীয়মান নেতৃবৃন্দের মেলবন্ধন তৈরী করেছে।
(ছবি আছে)
শাহজাহান আলী মনন
নীলফামারী জেলা প্রতিনিধি
মোবাইল -০১৩০৩৬৯২২২৭
তারিখ -১১/০৬/২০২৫ ইং
Leave a Reply