সিলেট | ১১ জুন ২০২৫
রিপোর্টার: মো. বিলাল উদ্দিন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে কোহিনুর আহমেদ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দলীয় সিদ্ধান্ত ও আদর্শের পরিপন্থী ভূমিকা পালন করে আসছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি সিলেট জেলা বিএনপির দৃষ্টিগোচর হলে বিষয়টি খতিয়ে দেখা হয় এবং শেষপর্যন্ত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বুধবার (১১ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো: মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা বজায় রাখা প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। কিন্তু কোহিনুর আহমেদ বারবার শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যা দল মেনে নিতে পারে না। দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এদিকে বহিষ্কারের ব্যাপারে কোহিনুর আহমেদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply