1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীর ডিসি পয়েন্টে পর্যটনের সীমাবদ্ধতা চৌদ্দগ্রামে স্কুল মাঠের পাশের ‘নর্দমা’কে লেক’ এ রূপান্তরের উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন সুনামগঞ্জে ‘”তওহীদ ভিত্তিক রাষ্ট্রই শ্রমজীবীর অধিকার প্রতিষ্ঠার একমাত্র সমাধান”’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ হিলি সীমান্তে প্রায় ৭ লাখ টাকার নেশাজাতীয় ইঞ্জেকশন জব্দ আওয়ামীলীগ পালায় না,শেখ হাসিনা পালায় না কোথায় এখন? প্রশ্ন রাখেন মেজর হাফিজ বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প কিছু নেই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৫৪ তম শাহাদত বার্ষিকী পালন নাজিরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে পথসভায় সাবেক এমপি ফজলুল হক মিলন: জনগণের পাশে থাকতে চান আবারও

শিক্ষার গুনগত মান উন্নয়নে সিরাজগঞ্জ জেলার সরকারি কলেজ গুলোর অধ্যক্ষদের সাথে ডিজি প্রফেসর ড.মোহাম্মদ আজাদ হোসেন খানের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৬ বার

 

মে: সুজন আহমেদ
সিরাজগঞ্জ

গত ১০ জুন বিকেলে সিরাজগঞ্জ জেলার সকল সরকারি কলেজের অধ্যক্ষদের নিয়ে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শিক্ষক মিলনায়তে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোকপাত করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসার ড. মুহাম্মাদ আজাদ হোসেন খান। তিনি বলেন একজন আদর্শবান শিক্ষক নিয়ম অনুযায়ী সঠিক ভাবে ক্লাস নিতে হবে এবং শিক্ষার্থীদের ভালো করে বুঝাতে হবে। শিক্ষার্থীা যেনো বাড়িতে নিয়মিত লেখা পড়া করে। অভিভাবকদের খোঁজ রাখতে হবে যে, তার সন্তানেরর কলেজে ঠিক মত পৌঁছে কী না। এভাবে শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবক আন্তরিক হলেই এই তিনের সমন্বয়ে শিক্ষার গুনগত মান উন্নয়োন করা সম্ভব।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী সাবেক এমপি সরকারি আকবর আলী কলেজের প্রতিষ্ঠাতা এম আকবর আলী বলেন শিক্ষার্থীদের পড়াতে হলে আগে শিক্ষক কে ভালো করে বিষয় ভিত্তিক পড়তে হবে। তাহলেই শিক্ষার্থীদের ভালো ভাবে পড়াতে পারবেন এবং লেখা পড়ার পাশাপাশি নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শিক মানুষ গড়তে হবে।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী আশরাফ। এ অনুষ্ঠানে শিক্ষার গুনগত মান উন্নয়োনে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, ইসলামিয়া সরকারি কলেজের প্রফেসর অধ্যক্ষ মোঃ শরিফ-উস-সাইফ, জামাল পুর জাহেদা-শফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাহিমা সুলতানা,সিরাজগঞ্জ রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রাজ্জাক, কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রেজাউল করিম, বেলকুচি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ অনুষ্ঠানের শুরুতে সকল কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল এবং সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন। এ অনুষ্ঠানে বিভিন্ন কলেজের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews