বান্দরবান প্রতিনিধি :-
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন মোহাম্মদ আবু বক্কর (২৭), ঈশান আকন্দ (১৬)। তারা বর্তমানে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ জুন) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদ বাদশা (৩৫) ও মোহাম্মদ রাজা মিয়া (৩২) তাদের ওপর হামলা চালান।
ঘটনার পরপরই ৯৯৯ নাম্বারে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় চৌকিদার মোফাজ্জল হোসেন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।স্থানীয়রা আরও জানান, জমি সংক্রান্ত একটি মামলার সূত্র ধরে এই হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ বাদশার মোবাইল ফোনে বক্তব্য জানতে চাওয়া হলে তিনি ঘটনা ঘটেনি বলে সম্পূর্ণ অস্বীকার করেন।
Leave a Reply