মো: সুজন আহমেদ
সিরাজগঞ্জ
জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির আয়োজনে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোড় থেকে এই কার্যক্রম শুরু হয়।গণসংযোগটি উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোড় থেকে শুরু হয়ে চড়ুইমুড়ি, গয়হাট্টা, কয়ড়া, মোহনপুর, বড়পাঙ্গাশী হয়ে উধুনিয়ায় গিয়ে শেষ হয়।
এর আগে উল্লাপাড়া উপজেলার পৌর মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী।
এনসিপির জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোশারফ আদনানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক ইসমাইল হোসেন সিরাজীসহ স্থানীয় এনসিপি নেতারাও কর্মসূচিতে অংশ নেন।
এ সময় জাতীয় যুব শক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, আগামীতে এমন একটা বাংলাদেশ চাই। যে দেশে কারো পিছনে ঘুরে ঘুরে নয়, কৃষকের ছেলে যদি নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করতে পারে- সেও নেতৃত্ব দিবে৷ যার যার যোগ্যতায় সে সঠিক স্থান পাবে। যারা মেধা ও যোগ্যতায় দেশকে এগিয়ে নিতে পারবে, তারাই ক্ষমতায় থাকবেন৷
Leave a Reply