ছয়ফুল ইসলাম।
মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
পবিত্র ঈদুল আজহার দিন নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা গ্রামে ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
ঈদের সকালে তিনি ভাটেরা ঈদগাহ মাঠে ঈদের নামাজে অংশ নেন এবং নামাজ শেষে এলাকার মানুষদের সঙ্গে কুশল বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলাপ করেন। পরে ঈদের দিন মাগরিবের নামাজের পর তিনি কুলাউড়া পৌরসভা মিলনায়তনে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও তরুণ প্রজন্মের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন।
পৌরসভা মিলনায়তনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ড. শফিকুর রহমান বলেন,ইসলামিক সকল দলগুলোর ভোট এক বাক্সে নিয়ে আসার চেষ্টা করছি।যুবকরা এগিয়ে এসো,আমিও তোমাদের সঙ্গে আছি,দূর্নীতি মুক্ত আল্লাহ ওয়ালা একটি সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে চাই।অতীতে সোনার বাংলা গড়তে এসে অনেকে শশান বাংলা বানিয়ে দিয়ে গেছে।মানুষ হিসেবে আমাদের কাছে জাত পাত ধর্ম কোনোকিছুর পার্থক্য নেই।সবাই আমাদের কাছে সমান।কুলাউড়াসহ সারা বাংলাদেশ সবকিছু থেকে মুক্তি পাক এই প্রত্যাশা করি। “ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং আত্মত্যাগ ও আত্মশুদ্ধির মাধ্যমে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার শিক্ষা দেয়। এই মহান শিক্ষাকে ধারণ করে আমাদের ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন,কুলাউড়া আমার জন্মস্থান, এই মাটি ও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা চিরকালীন। আগামীর বাংলাদেশ ও কুলাউড়াকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আমাদের সবাইকে সচেতন, সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে তিনি কুলাউড়ার সম্ভাবনা, সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনসাধারণের মতামত শোনেন এবং আগামী দিনে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও যুব সমাজ উন্নয়নে অংশীদারিত্বমূলক উদ্যোগের আহ্বান জানান।
Leave a Reply