আব্দুর রউফ: মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা এ টি এম আজহারুল ইসলাম….।
একাত্তরে সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা এ.টি.এম আজহারুল ইসলাম।
ট্রাইব্যুনাল গঠনের পর এ-ই প্রথম কেউ মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পেলেন।
আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি “সৈয়দ রেফাত আহমেদসহ” সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে খালাস চেয়ে আজহারুল ইসলামের করা আবেদন মঞ্জুর করে আদালত এ রায় দিয়েছেন।
এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজহারুল ইসলামকে দেয়া মৃত্যুদণ্ডের রায় এবং ওই রায় বহাল রেখে অতীতে আপিল বিভাগের দেয়া রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। একইসাথে তার বিরুদ্ধে অন্য কোনও মামলা বা আইনি প্রক্রিয়া না থাকলে অবিলম্বে মুক্তির নির্দেশও দেয়া হয়েছে।
এমনটা মন্তব্য করেছেন আপিল বিভাগ।
Leave a Reply