কুলাউড়া শহরকে যানজটমুক্ত, ফুটপাত দখলমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও মূলসড়ক দু’লেনে উন্নীত করার দাবিতে আজ কুলাউড়া পৌরসভার সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“কুলাউড়ার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দ”-এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী এবং সমাজসেবীরা অংশগ্রহণ করেন।এই সময় স্হানীয় ও জাতীয় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার রুপ পত্রিকার মৌলভীবাজার জেলার প্রতিনিধি ছয়ফুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন,
শহরের প্রধান সড়কটি দু’লেনে উন্নীত করা সময়ের দাবি,কারণ এই শহরে হাজার হাজার মানুষের বসবাস এবং চলাচল,শহরের যানযটের কারণে শিক্ষার্থী,চাকুরীজীবি,সাধারণ জনসাধারণসহ চিকিৎসা নিতে যাওয়া মানুষের ও দ্রুত হাসপাতালে যেতে ও ব্যাঘাত ঘটে।
ফুটপাত থেকে অবৈধ দখলদারিত্ব তুলে নেওয়া জরুরি,
এবং যানজট নিরসনে পরিকল্পিতস কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন অতি প্রয়োজন।
তারা আরও জানান, প্রতিদিন শহরের ভেতর দিয়ে চলাচল করা জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপ্রশস্ত সড়ক, দখলকৃত ফুটপাত ও অব্যবস্থাপনার ফলে যানজট প্রকট আকার ধারণ করেছে।
সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়া এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন শেষে একটি স্বারকলিপিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, দাবি আদায় না হলে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির দিকে অগ্রসর হবেন।
Leave a Reply