পাবনা জেলা প্রতিনিধি/এস এম মনিরুজ্জামান আকাশ: উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র কার্যক্রম পরিদর্শন করলেন নেপালের একটি মিডিয়া প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি টিএমএসএস কার্যালয়ে পৌঁছালে তাদেরকে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানান টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। মিডিয়া প্রতিনিধি দলটি শুক্রবার থেকে রবিবার ৩ দিন পর্যন্ত বগুড়া জেলার টিএমএসএস’র আওতাধীন বাস্তবায়নকৃত নানা সামাজিক ও মানবিক সেবা মূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। মিডিয়া দলে নেপাল Initiatives of Media Women এর চেয়ারম্যান শ্রীমতী লক্ষ্মী ভান্ডারী, নেপাল ন্যাশনাল টেলিভিশনের সিনিয়র এডিটর শীক্শা ভান্ডারী ও সূচনা প্রেসের চীফ এডিটর কবিতা কুমারি অধিকারী টিএমএসএস’র কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন। টিএমএসএস দেশের দরিদ্র, প্রান্তিক ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক ও সামাজিক ভাবে উন্নয়নের জন্য দেশব্যাপী কাজ করছে। এছাড়া ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বহুমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পরিদর্শক দল টিএমএসএস’র সফলতা ও দারিদ্রতা বিমোচনে কিভাবে বেকার সমস্যার সমাধানে কাজ করছে তা সরেজমিনে দেখার জন্য তাদের এই পরিদর্শন কর্মসূচি। পরিদর্শক টিম বগুড়ার মহাস্থানে সংস্থা পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম, গ্রুপ পরিদর্শন ও সফল উদ্যোক্তাদের জীবনী সংগ্রহ করেন। টিএমএসএস’র স্বাস্থ্য সেক্টরের আওতাধীন পরিচালিত ১ হাজার শয্যা বিশিষ্ট টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল এবং টিএমএসএস এর ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করে তারা বলেন টিএমএসএস এর ক্যান্সার হাসপাতাল নেপালের জনসাধারণের উপকারে আসবে। পরিদর্শন শেষে মিডিয়া প্রতিনিধি দল টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগমকে টিএমএসএসের সামগ্রিক কর্মকান্ড সম্পর্কে একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। পরিদর্শক দল আশাবাদ ব্যক্ত করেন টিএমএসএস এর উন্নয়নের ইতিহাস নেপালবাসীদের অনুপ্রাণিত করবে। এ সময় টিএমএসএসের উপনিবাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, সহকারী পরিচালক মোঃ শাফি পারভেজ, মেডিক্যাল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply