রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও দায়রা জজ -২ আদালত একটি হেরোইনের মামলায় দুইজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন ও ২০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
শনিবার(২৪ মে) বেলা প্রায় সাড়ে বারটার দিকে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও দায়রা জজ -২ জনাব মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।রায় ঘোষণা কালে আসামিপক্ষের আইনজীবী,রাষ্ট্র পক্ষের আইনজীবী এবং আসামীদ্বয় বিজ্ঞ ও সাংবাদিকগণ আদালতে উপস্থিত ছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, এস, আই (নি:) মাসুম বিল্লাহ বিপিএসসি RAB -5 রাজশাহীর জি ডি নং ১০২/২৩ তারিখ ১১/০৩/২০২৩ ইং তারিখে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি কালে গোদাগাড়ী থানার গোপালপুর এলাকায় অবস্থানকালে ১২/০৩/২৩ রাত্রি ০০.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, উক্ত থানার সারংপুর জামাতের মোড় গ্রামস্থ মোঃ সাইফুল ইসলামের বাড়িতে অবৈধ মাদক দ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয় করছে। উক্ত রাত্রী প্রায় ১.০০ ঘটিকায় মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলামের বাড়ি ঘেরাও করে কিন্ত একজন ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে পেছনের গেট দিয়ে পালিয়ে যায় এবং একজনকে হাতেনাতে গ্রেফতার করে।গ্রেফতার কৃত আসামী মোঃ আসিক হোসেন জানান যে, পলাতক ব্যক্তি তার জন্মদাতা পিতা মোঃ সাইফুল ইসলাম।
ধৃত আসামির দেখানো মতে সর্ব মোট ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।উদ্ধারকৃত মালমালের মূল্য ৬,৭০,০০০/- টাকা । ধৃতের পরিহিত প্যান্টের পকেট হতে মাদক বিক্রির ১,৩০,৫০০/- টাকা উদ্ধার করা হয়। সমস্ত আইনগত পদক্ষেপ শেষে এজাহার দায়ের করা হয়। যাহার জি আর নং -১২০/২৩ ( গোদা:),দায়রা মামলা নং ১৭৯১/২৪, ধারা: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ৮(গ)/৪১ ।
মামলার তদন্তকারী কর্মকর্তাদ্বয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গোদাগাড়ী থানার অভিযোগ পত্র নং ৫২১, তারিখ ০২/১০/২৩ দাখিল করেন।প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণের জন্য ১২ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন পূর্বক পরীক্ষা করেন। আসামিপক্ষের আইনজীবী ইব্রাহিম আলী রানা সকল স্বাক্ষীকে জেরা করেন এবং আসামীদ্বয়কে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন।ফলে আসামি ১) মোঃ আসিক হোসেন,পিতা মোঃ সাইফুল ইসলাম, ২) মোঃ সাইফুল ইসলাম,পিতা মৃত এরফান, সাং সারাং পুর,জামাতের মোড়, সর্ব থানা গোদাগাড়ী,জেলা রাজশাহীকে উল্লেখিত ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণ হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড তৎসহ কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালত রায় ঘোষণাকালে আসামিদের বয়স, তাদের পিসি পিআর, ঘটনার পারিপার্শ্বিকতা ইত্যাদি বিবেচনা এবং RAB -5 কর্তৃক প্রদত্ত স্বাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণ পূর্বক বলেন কেন ক্যাপিটাল পানিশমেন্ট ঘোষণা করা হল না। কোন পাবলিক স্বাক্ষী আদালতে ঘটনার বিষয়ে কিছু জানা নেই, পুলিশ সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ করেন বলে প্রায় প্রতিটি মামলায় বলে থাকেন, সেক্ষেত্রে আইও বা যে কোন একজন সাক্ষীর সাক্ষ্যর উপর ভিত্তি করে আদালত সাজা দিতে পারেন, RAB-5 এর প্রত্যেকের স্বাক্ষীর সাক্ষ্য বিবেচনায় আদালত অত্র রায় ঘোষণা করেন।
Leave a Reply