1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

রাজবাড়ী জেলা রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে রুপল হত্যা

  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৯০ বার

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি: রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের ঘর থেকে তুলে নিয়ে যুবককে জখম করে হত্যারা জবাড়ীতে মোবাইল প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে রুপুল (২৬) নামের এক যুবককে হাতুর বাটাল রড কারেন্টের হিট বিন করার মেশিন পিটিয়ে যুবকের হত্যা অভিযোগ উঠেছে।

রুপল শেখের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। ওই এলাকার প্রতিবেশী ও আপন আত্মীয়-স্বজনদের একই দাবি খুনিদের বিচার চাই ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।
নিহত রুপল রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার সাত বছর ও দুই বছর বয়সী দুই মেয়ে রয়েছে। রুপলের বাবা জিন্নাত শেখ বলেন, রাজাপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে গত মঙ্গলবার (১৩ মে) পরিবারের লোকজন আমার ছেলে রুপলকে মারধর করেন। তবে আমার ছেলের মোবাইল চেক করে তারা কোনো ভিডিও পায়নি। সেদিন মার খেয়ে পরদিন বুধবার সকালে রুপল ঢাকায় চলে যায়। এরপর স্থানীয় মাতব্বররা বিষয়টি শালিসের মাধ্যমে সমাধান করে দেয়ার আশ্বাস দিলে রুপলের মা ফোন করে তাকে ঢাকা থেকে বাড়ি আনে।বৃহস্পতিবার বিকেলে বাড়ি আসে রুপল। শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি নিয়ে একই গ্রামের রাফিজুলদের বাড়িতে শালিস হওয়ার কথা ছিল। তবে সন্ধ্যার কিছুক্ষণ আগে রাফিজুল, রাসেল, সৌরভসহ,কচি,৭ থেকে ৮ জন এসে রুপলকে ঘরের ভেতর থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। রুপলকে রাফিজুলদের বাড়িতে নিয়ে ঘরের মধ্যে আটকে বেধড়ক মারধর করে হাড়গোড় ভেঙে দিয়ে হত্যা করে। এরপর তারা রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।
রুপলের মা রাবেয়া বেগম বলেন, ‘আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে আমি এর বিচার চাই ফাঁসি চাই আমরা অনেক গরিব মানুষ সরকারের কাছে বিচার চাই ফাঁসি চাই। আমার ছেলের দুটি শিশু সন্তান রয়েছে। তাদের এখন কী হবে। আমি আমার ছেলে হত্যার সঠিক বিচার চাই।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, রূপলের মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় শুক্রবার রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য অসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews