মো: বিলাল উদ্দিনঃ গোয়াইনঘাট উপজেলা হচ্ছে একটি সীমান্তবর্তী উপজেলা। উপজেলা সদরে যে বাজারটি রয়েছে এখানে সেটি হচ্ছে গোয়াইনঘাট বাজার। এই বাজারটির গুরুত্ব অনেক। এখানে উপজেলা পরিষদের বিভিন্ন উচ্চ পদস্থ সরকারি সহ বিভিন্ন পেশাদার মানুষের সমাগম। আগামী ৩রা মে হচ্ছে গোয়াইনঘাট বাজার পরিচালনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন। উক্ত নির্বাচনে ১১ পদের মধ্যে ৯ পদে বিনা প্রতিদন্দীতায় জয় লাভ করেন।কিন্তু মুল দুটি পদে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদের ২ জন প্রতিদন্দীতা করছেন। তবে উক্ত উপজেলার সাধারণত মানুষের মুখে মুখে একটি কথা যে,উপজেলা সদরের একটি সুনাম ধন্য গোয়াইনঘাট বাজার। আর এই বাজারের সভাপতি প্রার্থী মো: নাজিম উদ্দিন ( বাঘ মার্কা) নিয়ে প্রতিদন্ধীতা করছেন তিনি একজন লম্পট, লারী লোভী। নাজিম উদ্দিন নিজের “পপুলার”নামক একটি রেস্টুরেন্টে রয়েছে। যেখানে বিভিন্ন সময় নারীসহ ধরা পড়ে।এই রকক একজন লোক কিভাবে থানা সদরের বাজার কমিটিতে সভাপতি হিসাবে প্রতিদন্ধীতা করে? নাম প্রকাশ করতে অনিচ্ছুক কিছু বাজারের ব্যবসায়ী আছেন তারা অভিযোগ করতেছেন যে,নারী লোভী নাজিম নাকি টাকার বিনিময়ে ভোটারদের নিজের করে নেওয়ার চেষ্টা করতেছে। এই রকম জঘন্য লোক হতে সচেতন মানুষ বাচঁতে চায়।
Leave a Reply