মোঃরবিউল মুন্সী:বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৭নং কবাই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে ঘটে গেল একটি দুঃখজনক অগ্নিকাণ্ড। স্থানীয় পান্নু সিকদার ও শাহাদাত সিকদারের বাড়ির মাঝামাঝি এলাকায় অবস্থিত একটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, ঘটনার সূত্রপাত হয় একটি আম গাছের ডাল ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে গেলে। বিদ্যুতের স্পার্ক থেকে ডালটিতে আগুন ধরে যায় এবং সেই জ্বলন্ত ডাল পানের বরজের উপর পড়লে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এই অগ্নিকাণ্ডে পানের বরজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কৃষকেরা জানান, বরজটি দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগে গড়ে তোলা হয়েছিল। আগুনে পানের গাছ, বাঁশের কাঠামো, ছাউনি সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন তাদের সামনে চরম আর্থিক সংকটের মুখোমুখি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা অবিলম্বে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।
Leave a Reply