বিল্লাল উদ্দিন: সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে অদ্য ০৮/০৫/২০২৫খ্রিঃ রাত ০১.৪৫ ঘটিকার সময় এসআই (নিঃ) জুয়েল চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন সিলেট কোম্পানীগঞ্জ রোডস্থ কাকুয়ারপাড় বিমান টিলার সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে কোম্পানীগঞ্জ হতে সিলেট গামী একটি সিএনজি থেকে আসামী ১। সিরাজুল ইসলাম (৩৮), পিতা-সুমন বেপারী, স্থায়ী; গ্রাম-কুমুল্লী, ডাকঘর- বুরুঙ্গী, থানা- মানিকগঞ্জ, জেলা- মানিকগঞ্জ, বর্তমান; গ্রাম-জল্লারপাড়, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, ২। মোঃ রায়হান আহমদ (৩০), পিতা-মৃত ছালেক আহমেদ, মাতা- রেহেনা বেগম স্থায়ী; গ্রাম-সরমঙ্গল, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে; গ্রাম-কাজিটুলা(দিঘিরপাড়),থানা-কোতোয়ালী, জেলা-সিলেটদ্বয়ে‘কে গ্রেফতার করা হয়।
আটককৃত মালামালঃ চোরাচালান পরিবহন কাজে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি অটোরিক্সা, যার ইঞ্জিন নং-AAMBPC-30254, চেসিস নং-MD2AAAFZZPWC-06617, রেজিঃ নম্বর সিলেট-থ-১২-৪৫২৬। ০২টি প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত মোট ১০০ (একশত) কৌটা ভারতীয় EYE CANDY, যার অনুমান মূল্য ৫০,০০০/-টাকা ও ভারতীয় HARMONY সাবান ১২০ (একশত বিশ) পিস, যার অনুমান মূল্য ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা।
উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-৯, তাং-০৮/০৫/২০২৫খ্রিঃ, ধারা-25B(1)(b) The Special Powers Act, 1974; রুজু হয়।
আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply