মাশফিকুরঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় শহরের হবিগঞ্জ রোডস্থ শাহী ঈদগাহ সম্মুখ হতে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্ত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিটিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব)।
পরে রেলওয়ে চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব)।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,যুগ্ম – আহ্বায়ক তাজ উদ্দিন তাজু,যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,সদস্য মোছাব্বির আলী মুন্না,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, সদস্য সচিব টিটু আহমেদ,পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো.আমজাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.ফারুক মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ,সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন মুন্না,শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সভাপতি জালাল আহমেদ,পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলামল
Leave a Reply