সংবাদদাতা: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় পৌর কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে বাজেট ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী সভাপতিত্ব করেন ও সংক্ষিপ্ত বাজেট পত্র উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী সহিদুল ইসলাম।
নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৮ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৪৯৯ টাকা। এর মধ্যে কর খাতে আয় ধরা হয় ৯ কোটি ১২ লাখ ৯১ হাজার ৩৯৬ টাকা, রেইট (হার) ৮ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৪২০ টাকা, পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৬ কোটি ৫০ লাখ, পৌর সম্পত্তি থেকে আয় ৩ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা ও অন্যান্য খাত থেকে ২ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকা।
এ ছাড়া সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরি আয় ধরা হয়েছে এক কোটি ৫০ লাখ টাকা, বিশেষ অনুদান ২ কোটি টাকা, পৌর অফিস ভবন নির্মাণ ও সংস্কার ২ কোটি টাকা ধরা হয়েছে। পক্ষান্তরে রাজস্ব খাতে ৩৮ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে–পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৬ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, সম্মানীভাতা ১ কোটি ৩ লাখ, কনজারভেন্সি মঞ্জুরি ১১ কোটি ১৮ লাখ, সংস্থাপন খাতে ৩ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি পরিষ্কার ২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা, রাস্তারবাতিসহ আনুসাঙ্গিক খরচ ২ কোটি ৯০ লাখ, অফিসভবন, শিশুপার্ক, হাটবাজারের জমি ক্রয় এবং শহর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধন বাবদ ২ কোটি ৫০ লাখ ও নিজস্ব তহবিলে উন্নয়ন ২৫ লাখ টাকা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দিন বেগ, ফজলুল হক ও আব্দুর রহিম, থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী এম এম আলী রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকার, সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, শহর আমীর শরফুদ্দিন খান, প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, সূধীজন ডা. সৈয়দ মাসুদ হোসেন, হিন্দু কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুমিত কুমার আগারওয়ালা।
ব্যবসায়ীদের মধ্যে নোয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রাজ কুমার পোদ্দার, ক্ষুদ্র গার্মেন্টস শিল্প মালিক সমিতির সভাপতি মতিউর রহমান দুলু, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক এসোসিয়েশনের পরিচালক ও বিএনপি নেতা এরশাদ হোসেন পাপ্পু, জেলা চেম্বার অব কমার্সের সাবেক সহ সভাপতি হাজী আফতাব আলম জোবায়ের, ফল আড়ত ব্যবসায়ী বাদশা আলম, বেকারী মালিক আওরঙ্গজেব।
বক্তব্য রাখেন, সাংবাদিক জিকরুল হক, এম আর আলম ঝন্টু, সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, চব্বিশের সম্মুখ যোদ্ধা জাবেদ আত্তারী প্রমুখ। বাজেট ঘোষনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর পৌরসভার কর্মচারী ও সৈয়দপুর পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো: সুজন শাহ।
Leave a Reply