তৌহিদুল ইসলাম শামিম/হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে রাতের আধারে জুয়া খেলার সময় মুলহোতা সহ ৪ জুয়াড়িকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
সোমবার মধ্যরাতে হাকিমপুর উপজেলার ইটাই বাওনা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হাকিমপুর থানার উপ- পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার ইটাই মাঠে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মুলহোতা আনাম। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি।
গত সোমবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মুলহোতা আনামসহ ৪ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার ইটাই গ্রামের জুয়া খেলার মুলহোতা মৃত. আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম (৩৮)। অন্য জুয়ারীরা হলেন, আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক (৩৫),জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামের মৃত ফকির মাহামুদের ছেলে আজাহার আলী (৬০)
হাকিমপুর থানার উপ- পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে উপজেলার ইটাই গ্রামে দীর্ঘদিন ধরে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো মুলহোতা আনাম। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয়নি। গতকাল সোমবার হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞার নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মুলহোতা আনামসহ ৪ জনকে আটক করা হয়েছে।
এসময় জুয়ার সরঞ্জাম ১টি ডাব্বু, ১টি প্লাষ্টিক বস্তা ও ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও মুলহোতা আনাম ডাকাতি মামলার আসামি। মামলা নং ২৬
২৯-০৪-২৫
তৌহিদুল ইসলাম শামিম
হিলি প্রতিনিধি
Leave a Reply