মুশফির রহমানঃ দীর্ঘ ১৭ বছর পর নিজের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন জাতীয়তাবাদী দল -বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য জনাব আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)। উল্লেখ্য আলহাজ্ব মুজিবুর রহমান হাজি মুজিব বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকায় সাবেক অবৈধ ডামি এমপি আব্দুস শহিদের ব্যক্তিগত জেদের রোষানলে অনেক হামলা-মামলায় জর্জরিত ছিলেন। দীর্ঘদিন নিজ এলাকা শ্রীমঙ্গল কমলগঞ্জে অবস্থান করলেও পুলিশ লেলিয়ে দেওয়ার অভিযোগ করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী।
এদিকে দীর্ঘদিন পর নিজের বাবার নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান হাজী আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পাওয়ায় শ্রীমঙ্গল কমলগঞ্জ তার অনুসারী ও সাধারণ জনগণের মধ্যে বেশ আনন্দ দেখা দেয়।
Leave a Reply