মিরপুর প্রতিনিধি: পল্লবী থানা যুবদল আজ বিকাল ৪টায় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ‘যেখানেই ইসরায়েলি পণ্য, সেখানেই বয়কট করবো’ শ্লোগান তুলে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে। এই কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম।
মিরপুর ১০, ১১, পুরবী হয়ে ১২নং বাস স্টপেজ পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ সভায় হাজী নূর সালাম বক্তৃতা দিয়ে বলেন, “আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাই। আমরা সচেতন নাগরিক হিসেবে যদি শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি, তাহলে এই প্রতিবাদ হবে আমাদের সংগ্রামের ভাষা।” তিনি আরও জানান, “যারা বয়কটের নাম দিয়ে আইন-শৃঙ্খলা অবমাননা করেন, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালান, তাদের বিরুদ্ধে যুবদল দৃঢ় প্রতিবাদ জানাচ্ছে।”
হাজী নূর সালাম জাতিসংঘ, বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা এবং বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানান। তিনি বলেন, “একজন মুসলমান হিসেবে সরাসরি ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে পারছি না, কিন্তু আমরা ইসরাইলি পণ্যের মাধ্যমে তাদের অর্থনীতিকে শক্তিশালী হতে দিতে পারি না।”
বিক্ষোভ সমাবেশে উল্লেখ করা হয়, ইসরায়েলি পণ্য ব্যবহারের ফলে তাদের অর্থনীতি প্রসারিত হচ্ছে, যা মুসলিম ভাইদের হত্যা করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। যুবদলের নেতারা সাধারণ মানুষকে তৎপর থাকার পাশাপাশি সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।
বিক্ষোভের সমাবেশে উপস্থিত ছিলেন:
– ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন মোল্লা
– পল্লবী থানার যুগ্ম আহ্বায়ক শামীম আহাম্মেদ
– সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্না
– যুবদল নেতা তৌফিকুর রহমান বাবু
– মো: সোলায়মান চৌধুরী
– মো: জিয়ারুল ইসলাম জিহাদ
– ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দেওয়ান বিপ্লব আমিন রাজিব
– সদস্য সচিব ফরহাদ হোসেন রাজন
– ২নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহাম্মেদ সুজন
– ৫নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো: রিয়াজ
– যুবদল নেতা বাবু
– ৬নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কাউসার আহাম্মেদ মোল্লা
– ৯১নং ওয়ার্ড যুবদল নেতা আশিকুর রহমান আশিকসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভের মাধ্যমে যুবদল ফিলিস্তিনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ এবং ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সমাজের সকল শ্রেণীর মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।
Leave a Reply