একটা কিছু কর
হারেজ উদ্দিন হিরো
————————————
রক্তে লেখা এই দেশটা
হীরার চেয়েও দামি,
এরই মধ্যে বেঁচে থাকার
স্বপ্ন দেখি আমি।
চাইনা আমি দালান-কোঠা
চাইনা বাড়ি,গাড়ী,
কূরে ঘরে যে সুখে রাখে
তারিফ করি তারই।
চাইনা আমি পোলাও কোর্মা
চাইনা গোশত ভাত,
মহাসুখে থাকতে পারি
পাই যদি ডাল ভাত।
পরের জন্য জীবন তোমার
আপনার জন্য নয়,
সাম্যের গানে হৃদয় দানে
কিসের জন্য ভয়?
পরের হিতে ব্রত নিয়ে
জীবন ত্যাগী যাঁরা,
এই ধরাতে ইতিহাস হয়ে
ধন্য শুধু তাঁরা।
আজকে তুমি শিশু আছো
কালকে হবে বুড়ো,
দেশের জন্য হৃদয় দিয়ে
একটা কিছু কর।
Leave a Reply