কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে স্বামী ও ৭ বছরের ছেলে সন্তানকে ফেলে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করায় মেয়েকে ত্যাজ্য করেছেন পিতা।
ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে। রোববার আদালতের মাধ্যমে মেয়েকে ত্যাজ্য করেন পিতা রবিউল ইসলাম ।
এবিষয়ে রবিউল ইসলাম জানান, তার মেয়ে ইফফাত আরা খাতুনকে দুর্গাপুর গ্রামে একটি সম্ভান্ত্র পরিবারে বিয়ে দেন। সেখানে তার ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তার মেয়ে ইফফাত আরা খাতুন কুমারখালীর তেবাড়িয়া গ্রামের ফটোগ্রাফার, দুই সন্তানের জনক সাকিব ফারহানের সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানার পর মেয়েকে নানাভাবে বুঝিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেন। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ১৩ তারিখে তার মেয়ে ১২ ভড়ি স্বর্ণের গহণা এবং নাতি ছেলের জন্য জমানো টাকা নিয়ে সাকিব ফারহানের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর তিনি মেয়ের ভুল বুঝতে পেরে ফিরে আসার অপেক্ষায় দুই মাস অপেক্ষা করেন। কিন্তু শেষ পর্যন্ত ফিরে না আসায় তিনি চলতি মাসের ৬ তারিখে আদালতের মাধ্যমে মেয়েকে ত্যায্য করেন।
তিনি আরো বলেন, তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি থেকে তার মেয়ে ইফফাত আরা খাতুনকে বঞ্চিত এবং তার মেয়ের প্রাপ্য সম্পত্তি নাতি ছেলের নামে লিখে দিবেন বলে জানান।
এছাড়াও তার মেয়ে তাদের জন্য মৃত বলে উল্লেখ করে তিনি বলেন, ‘কোন স্ত্রী যেন স্বামী-সন্তান ফেলে এমন ঘৃণিত কাজ না করে’।
এবিষয়ে ইফফাত আরা খাতুনের বর্তমান স্বামী সাকিব ফারহানকে কল করলে ব্যস্ততা দেখিয়ে কিছু সময় পরে কল করার কথা বললেও পরে আর কল ধরেননি তিনি।
Leave a Reply