কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি,গাজীপুরের কালীগঞ্জ পল্লী বিদ্যুতে কর্মরত বিদ্যুৎ কর্মীদের অদক্ষতা ও অবহেলার কারণে ঘরের চালের টিন বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিদ্যুতায়িতের বিষয়টি না জেনে টিনের চালে উঠে শামীম শেখ (১০) নামে এক শিশু। টিনের চালে হাত দেওয়ার সাথে সাথেই সে বিদুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে মারা যায়। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জাংগালিয়া এলাকার শেখ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শামীম শেখ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র। সে সৌদি প্রবাসী জাহাঙ্গীর শেখের ছেলে. মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নিহতের চাচা আব্দুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমাবার সন্ধ্যায় ঘরের চালের সামনের অংশের ছাদের পাইপ থেকে পাতা পরিস্কার করার জন্য বারান্দার টিনের চালে উঠেন শামীম। পরে ঘরের চালে হাত দেওয়ার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পরে। তখন বিকট শব্দ শুনে আশ-পাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার করর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয়রা বলেন- রবিবার রাতে কালবৈশাখী ঝড়ে ঘরের পিছনে থাকা পল্লী বিদ্যুতের একটি কাঠের খুটি ভেঙ্গে যায়। আমরা জাংগালিয়া পল্লী বিদ্যুাতে কর্মরত বিদ্যুৎ কর্মীদের বিষয়টি অবগত করি। বিদ্যুৎ কর্মী সরেজমিনে এসে নতুন খুটি লাগানোর কথা বলে ভাঙ্গা খুটিতেই বিদ্যুতের সংযোগ দিয়ে যায়। ওই খুটি থেকে সংযোগ দেওয়ার পর জাহাঙ্গীরের ঘরে লাগানো মিটারে বিদ্যুৎ এর লাইন আসে নাই। ভাঙ্গা খুঁটিতে বিদ্যুতের লাইন দেওয়ায় ঘটেছে এমন দূর্ঘটনা। এ বিষয়ে উপ-মহা ব্যাবস্থাপক (ডিজিএম) আকতার হোসেন বিদ্যুৎ এর খুটি ভাঙ্গার বিষয়টি স্বীকার করে বলেন, ওই খুটি থেকে ৫ টি মিটারের সংযোগ ছিল। কাভার তার থাকার কারণে গ্রাহকদের অনুুরুধে ভাঙ্গা খুটিতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ঘরের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যুর বিষয়টি আমার জানা নাই। আমি তদন্ত সাপেক্ষে অভিযুক্ত বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply