ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি/ মোঃ মনিরুজ্জামান মনির: পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কেটে বেলাল হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
৮ই এপ্রিল মঙ্গলবার দুপুর বেলা ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঈশ্বরদী থেকে আসা চিত্রা এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে যায়। এখানে কিছু যাত্রী ওঠা নামার শেষে ট্রেনটি আবার ছেড়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। এমন সময় বেলাল হোসেন নামের এক ব্যক্তি ট্রেনের পিছনের বগিতে ঝাপ দেয়। ট্রেনের আঘাতে তার দেহ বিচ্ছিন্ন হয়ে সাথে সাথে মারা যায়। এই বিষয়টি নিশ্চিত করেন ,বড়াল ব্রিজ স্টেশনের বুকিং সহকারী শফিউল আলম।
নিহত বেলাল হোসেন ভাঙ্গুড়া উপজেলার শাহনগর গ্রামের একজন দিনমজুর কৃষক। খোঁজখবর নিয়ে জানা যায় মৃত বেলাল হোসেন ছিলো মানসিক রোগী।
এই দুর্ঘটনার কথা উল্লেখ করে ভাঙ্গুড়া থানার সাব-ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি (জিআরপি) থানা পুলিশকে অবগত করা হয়েছে।
Leave a Reply