কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মোক্তারপুরের হরিদেবপুর এলাকার শ্যামলাল রবিদাসের ছেলে ফালান রবিদাস (৬০) এবং জামালপুরের উত্তর নারগানা এলাকার মৃত নগেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (২৪)। তারা উভয়েই পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। মঙ্গলবার (৮এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ জামালপুরের উত্তর নারগানা ব্রিজের উপর থেকে আসামি উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (২৪) কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়।
অপরদিকে কালিগঞ্জের মোক্তারপুরের হরিদেবপুর থেকে ফালান রবিদাস (৬০) কে ধরে জিজ্ঞেস করলেও সেও স্বীকার করে যে তার বাড়িতে ২০ লিটার চোলাইমদ ও ৩০ লিটার মদ তৈরীর উপকরন রয়েছে। পরে তার জবানবন্দীর ভিত্তিতে ওই মদ ও মদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে দীর্ঘদিন ধরেই। যাদের আজকে গ্রেফতার করা হয়েছে তারা নিজ এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। গতকাল মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়েছে। আজকে গাজীপুর জেলা আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply