কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মদ তৈরি উপকরণ সহ গ্রেপ্তার এক।কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের জয়রামবের এলাকা থেকে মদ তৈরির উপকরণসহ বিউটি কোরাইয়া (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিউটি কোরাইয়া জয়রামবের এলাকার বাবলু কোরাইয়ার স্ত্রী।জানা গেছে, ভোররাতে উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখের নেতৃত্বে জয়রামবের এলাকায় বাবলু কোরাইয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিউটি কোরাইয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়ির দক্ষিণ পাশে মজুদ করে রাখা ৮০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া/ওয়াশ) উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে বিউটি কোরাইয়াকে গ্রেপ্তার করা হয় এবং মদ তৈরির ৮০ লিটার উপকরণ জব্দ করা হয়েছে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -01729837893
কালীগঞ্জ- গাজীপুর।

Leave a Reply