কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ সারাদেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর উপজেলায় এসএসসি ৫ টি ভোকেশনাল ২ টি ও মাদ্রাসা ২ টি সহ মোট ৯ টি কেন্দ্রে চার হাজার তিনশত আটষট্টি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। প্রথমদিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম পরীক্ষার প্রথমদিনে কুমারখালী এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিকুজ্জামান, বাংলাদেশ তাঁত শিল্প কুমারখালীর ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান, কুমারখালী থানার এ এস আই এখলাস সহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply