এস এম মনিরুজ্জামান আকাশ
আমি অনুভব করি তোমাকে-
তুমি কি পেরেছো বুঝতে তা!
তুমি আমি অপরিচিত এ ভূলোকে-
তোমার প্রতি উৎসর্গীত মোর এ কবিতা…
আমি ক্ষণ জন্মা অসময়ের এ ধরায়,
তবুও তোমার প্রতি কৃতজ্ঞতায় মন হারায়।
কত নিশি কাল করেছি কবিতার চাষ-
মেটেনা তাতেও এ আত্নার ক্ষুধা,
প্রত্যাশায় থাকি পুরাত মুক্ত প্রয়াস-
পারিনা মিটাতে তা!পড়ে শুধু বাধা…
স্বপ্ন ও সাধনা ধুকে-ধুকে খায় মোরে,
আমি ভাবি সারাক্ষন ভাবনার জ্বরে।
আমি পড়েছি তোমার কথ্য-কাহিনী-
লেগেছে মোর ভালো তা পুর্ন সখ্যতায়,
তোমার বর্নিত সকল বিস্তর বাণী-
আমায় করে মহৎ কবি সত্ত্বায়……
আমি চাই একান্তে সাক্ষাত তোমার,
পাবো কিনা ভাবি!তা রোজ বারংবার।
তপ্ত আমার হৃদয় বাসনা মোরে-
বিলুপ্ত আভায় রাখে সংগোপনে,
আজন্মকাল আছি অপ্রত্যাশিত দৌড়ে-
পারব কি বিলাতে মোরে নন্দিত জনে!
পারি বা না পারি করতে মোরে উজার,
কৃতজ্ঞ চিত্তে বলব “তবুও তুমি আমার”……
(তারিখঃ ১২ই জুলাই২০০৬ ঈশায়ী,
আঃখালেকের দোকান,
সিংহ দীঘির পাড়,ভালুকা,গাজীপুর)
Leave a Reply