ওসমানীনগর (সিলেট)সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরের আইলাকান্দা গ্রামে ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাখন মিয়া (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ ২০২৫, রাত ১১টার দিকে মাখন মিয়া বাড়ি থেকে বের হন। পরদিন সকাল পর্যন্ত তিনি আর ফেরেননি। সকালে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে, সকাল ১১টা থেকে ১১:৩০টার মধ্যে তার মামাতো ভাই ফটিক ধানক্ষেতের পাশে রক্তের দাগ ও জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে ধানক্ষেতের ভেতর তল্লাশি করে মাখন মিয়ার লাশ উদ্ধার করা হয়।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের জন্য তদন্ত শুরু হয়েছে।
খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পরে ওসমানীনগর সার্কেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ জানিয়েছে, তারা হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের শনাক্ত করতে কাজ করছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি।
Leave a Reply