মোঃ রিয়াজ রাব্বিঃ ছাত্রদের সাথে একই টেবিলে ইফতার করছেন হল প্রভোস্ট,এমন ঘটনা সচরাচর দেখা না গেলেও এমনটাই ঘটেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট) এর ঐতিহ্যবাহী টিনসেড হলে।
এখনকার সময়ে টিনের ঘরবাড়ি খুব একটা চোখে না পড়লেও রুয়েটে পুরোনো ঐতিহ্য ধরে রাখতে ঠিকই রাখা হয়েছে মুক্তিযুদ্ধেরও আগেকার সেই টিনসেড হল।
রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. জুয়েল হোসেন স্যার ( প্রভোস্ট, টিনসেড হল) ছাত্রদের সাথে সর্বক্ষণ যোগাযোগ রাখতে গড়ে তুলেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ।সেখানে গত ২রা মার্চ ২০২৫ ইং তারিখে ঘোষণা দেন যে তিনি তাঁর হলের ছাত্রদের জন্য এটি একটি ইফতার মাহফিলের আয়োজন করতে চান।
তারই ধারাবাহিকতায় ৮ই মার্চ শনিবার ইফতারের আয়োজন করা হয়।সেখানে আরও উপস্থিত ছিলেন ড. আব্দুল্লাহ আল মাহমুদ স্যার এবং মঞ্জুর মোর্শেদ স্যার। হলের এক ছাত্র বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরলে প্রশংসায় ভাসছেন হল প্রভোস্ট ড. জুয়েল হোসেন।
Leave a Reply