কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে “অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, র্যালী ও উপকারভোগী প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, এখন থেকে “মহিলা ও শিশু” এই শব্দগুলো বলা যাবে না, বলতে হবে নারী। নারীদের অগ্রযাত্রায় নারীদের নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। পুরুষের সাথে তাল মিলিয়ে শুধু চললে হবেনা, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের উপযোগী করে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, আমরা সাবলম্বী হলে দেশকে আরো বহুদূর নিয়ে যেতে পারবো।
জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম, আনসার ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, মহিলা সংস্থার প্রশিক্ষক আফসানা আক্তার এবং বেসরকারি এনজিও ইএসডিও’র কর্মকর্তা মো. শামীমুল ইসলাম প্রমুখ
পরে ফ্যাশন ডিজাইন ও বিউটিফিকেশনে প্রশিক্ষণ নেওয়া উপকারভোগী ১’শ জনকে ১২ হাজার করে এবং বিজনেস ম্যানেজমেন্টে প্রশিক্ষণ নেওয়া উপকারভোগী ৫০ জনকে ৬ হাজার করে মোট ১৫ লক্ষ টাকার ভাতার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসনিম উর্মি, উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষনার্থীদের একাংশ এবং উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।
এর আগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলজিইডি’র সহযোগীতায় এবং কালীগঞ্জ পৌরসভার আয়োজনে নারী দিবস উপলক্ষে ইউএনও’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply