নিজস্ব প্রতিবেদক: নবগঠিত জাতীয় নাগরিক পার্টিতে কুমিল্লা থেকে স্থান পেয়েছেন আট জন নেতা। এদের মধ্যে একজন নারী রয়েছেন। গণ অভ্যুথানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন এই রাজনৈতিক দলে মুখ্য সংগঠক পদে দেবিদ্বারের হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব পদে লাকসামের মো: রশিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব পদে নাঙ্গলকোটের আকরাম হুসেইন, যুগ্ম সচিব পদে লালমাইয়ের আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব পদে লালমাইয়ের জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মূখ্য সমন্বয়ক পদে কুমিল্লা সদরের নাভিদ নওরোজ শাহ, যুগ্ম মূখ্য সমন্বয়ক পদে মুরাদনগরের অ্যাডভোকেট তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য পদে সদরের হাফসা জাহান স্থান পেয়েছেন।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির মুুখ্য সংগঠক (দক্ষিণ) পদে দায়িত্ব পাওয়া হাসনাত আব্দুল্লাহর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন।
যুগ্ম সদস্য সচিব পদে স্থান পাওয়া রশিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। আরেক যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স করেছেন।
যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পিএইচডি করেছেন।
যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স মাস্টার্স করেছেন।
অপরদিকে যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তিনি কুমিল্লা ক্যাডেট কলেজেরও ছাত্র ছিলেন। কুমিল্লার বিএনপির নেতা শাহ মোহাম্মদ সেলিমের ছেলে তিনি।
যুগ্ম মুখ্য সম্বয়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম (যুব) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স করেছেন।
এছাড়াও কুমিল্লার নবাব ফয়জুন্নেছা স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাফসা জাহান পেয়েছেন কেন্দ্রীয় সদস্যের পদ।
গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া এভিনিউতে এক বিশাল জনসভার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটে। নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক ও আখতার হোসেন দলটির সদস্য সচিব মনোনিত হন।
Leave a Reply