1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ২৫ মে ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে সম্ভাব্য দুই প্রার্থীর মধ্যে… জনপ্রিয়তা দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে কামরুল হুদা! কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে সম্ভাব্য দুই প্রার্থীর মধ্যে… জনপ্রিয়তা দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে কামরুল হুদা! রাজশাহীর জন নিরাপত্তা বিঘ্নকারী ট্রাইব্যুনাল ও দায়রা জজ -২ আদালতে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড ৬ মাসের শিশুর গলায় লিচুর বিচি আটকে মর্মান্তিক মৃত্যু সারজিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা লামায় চার দশকেও অসমাপ্ত গজালিয়া-ডিসিরোড হয়ে -আজিজনগর সড়ক বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা ডুমুরিয়ার গরু রাজা মানিক কে গোয়াল ঘর ভেঙে বের করতে হবে ছোটদের ছবি আঁকা নিয়ে প্রতিজ্ঞা, পাবনার বিশেষ আয়োজন বগুড়ায় ৪ কেজি গাজা সহ একজন গ্রেফতার

চৌদ্দগ্রামে জামায়াতের র্শীতবস্ত্র বিতরণ ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশের জনগণ আর চলতে দিবে না : ডা. তাহের

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ৫ আগস্টে শুধু স্বৈরাচার সরকারের পতন নয়, আধিপত্যবাদী ও ইসলাম বিদ্বেষী ভারতেরও পরাজয় হয়েছে। ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশের জনগণ আর চলতে দিবে না। বাংলাদেশে গণতন্ত্র থাক, এটি আমাদের প্রতিবেশী দেশ ভারত কখনও চায় না। এদেশের স্বাধীনতাকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে তারা, সেটি প্রতিহত করতে হবে।

শুক্রবার বিকাল ৩টায় চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা এলাকায় উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ডা. তাহের আরো বলেন, দেশে লুটপাটের কারণেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে ৭০ টাকা চাল ৩০ টাকা নেমে আসবে। লুটপাটকারী ও চাঁদাবাজদের জনগণ ভোট দিবে না। ফ্যাসিবাদী আওয়ামীলীগ বিগত ১৬ বছর তাদের শাসনামলে গোটা দেশকে একটি সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তাবেদার রাষ্ট্র ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। দেশকে নিয়ে আজ গভীর ষড়যন্ত্র চলছে। সকল দলকে স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। নির্বাচনের আগে সংস্কার জরুরি। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।

উল্লেখ্য যে, বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে চৌদ্দগ্রাম উপজেলার একটি পৌরসভা ও তেরটি ইউনিয়ন এর প্রত্যেক গ্রামের শীতার্ত অসহায় মানুষের মাঝে মোট ৮ হাজার কম্বল উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

এদিকে শুক্রবার সকাল ১০টায় চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মর্ডান স্কুল এন্ড মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিলে এবং চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত অয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে আলোচনা পেশ করেন, বিশিষ্ট ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির মুফতি আমির হামজা। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ মুফাসসির হিসাবে বক্তব্য রাখেন, জামায়াত নেতা মাওলানা ইয়াহিয়া তাকী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী নেতা সৈয়দ একরামুল হক হারুন, আলহাজ্ব আইউব আলী ফরায়েজী, মেশকাত উদ্দিন সেলিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর কুতুব উদ্দিন, গুণবতী ইউনিয়ন জামায়াতের আমীর ইউসুফ মেম্বার, ডা. মঞ্জুর আহম্মেদ সাকী, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহম্মেদ সুমন, আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবু নাছের। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews