মাহমুদুল হাসান জনি, ষ্টাফ রিপোর্টারঃ চৌদ্দগ্রামর গুনবতী এলাকার দশবাহা গ্রামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে নির্মাণ সামগ্রী ও বসত ঘরের তালা ভেঙে টিভি ফ্রিজ সহ প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা মুল্যের মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ৭ জানুয়ারি চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের দশবাহা গ্রামের (দক্ষিণ পাড়ার)ব্যবসায়ী কাজী নুরন নবীর বাড়িতে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার দশবাহা গ্রামের মোহাম্মদ নুরন নবী দীর্ঘ অনেক বছর ধরে ব্যবসায়ীক কাজে রাজধানীর অদুরে টঙ্গীর গাজীপুরে ব্যবসা প্রতিষ্ঠান থাকার সুবাদে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। মাঝে মধ্যে তিনি পরিবার নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের দশবাহা গ্রামের কাজী বাড়ীতে তাহার একতলা ৬ রুমের একটি বিল্ডিং ঘরে বেড়াতে আসতেন। কিছুদিন বেড়ানোর পর তার পরিবার নিয়ে টঙ্গীর গাজীপুরে যাওয়ার সময় বিল্ডিংয়ের দরজায় তালাবদ্ধ করে রেখে যেতেন। ব্যবসা বানিজ্য থাকায় এভাবে ঢাকা আর চৌদ্দগ্রামে আসা যাওয়া করতেন।গত কয়েক বছর ধরে নুরন নবীর পরিবারের ভাই, বোনদের সাথে জায়গা সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য চলছিল।
এরই জের ধরে গত ৭ জানুয়ারি মঙ্গলবার রাত দশটা হইতে পরের দিন বুধবার সকাল ১০ টা পর্যন্ত আমার বসতবাড়িতে ও বসত ঘরে তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করিয়া একটা ডিপ ফ্রিজ,একটা স্টিলের আলমারি, একটা এলইডি টিভিসহ সর্বমোট ২ লক্ষ ৪৫ হাজার টাকা মুল্যের মালা মাল চুরি করিয়ে নিয়ে যায়। লোক মারফতে সংবাদ পেয়ে নুরন নবী ঘটনার পরদিন বৃহস্পতিবার টঙ্গীর গাজীপুর থেকে চৌদ্দগ্রামের গুনবতী এলাকার দশবাহা নিজ বাড়িতে এসে চুরির বিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশের মাধ্যমে চুরির ঘটনার কোন প্রতিকার না পেয়ে অবশেষে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করা
Leave a Reply