মোহাম্মদ সোলাইমান/ ক্রাইম সৈয়দ উসামাঃ পল্লবীর শীর্ষ স্থান মিল্লাত ক্যামপের মাদক ব্যবসায়ী রাজিয়া।মিল্লাত ক্যামপরে যত ধরনের মাদক ব্যবসায় চলছে সব মাদক ব্যবসায় রাজিয়ার নামে।
রাজধানী পল্লবী সেকশন -১১ নাম্বার মিল্লাত ক্যামপ- এলাকায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী’ রাজিয়া’ সহকারে তার অন্যান্য সহযোগিতা কে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়।শীর্ষ মাদক ব্যবসায়ী রাজিয়া ও তারা তাদের সেন্টিগেটের মাধ্যমে জামিন নিয়ে ছাড়া পায়। তাদের সেন্টিগেটের ক্ষমতা এতটাই বড় যে শীর্ষ মাদক ব্যবসায়ী রাজিয়া ও তার সহযোগীরা গ্রেফতার হলেও তারা তাদের সেন্টিগেটের মাধ্যমে মাদক ব্যবসায় সচল রাখতে সক্ষম হয়।রাজিয়া ও তার সহযোগীরা জামিন নিয়ে বের হওয়ার পরে তাদের ব্যবসায় আরো রমরমা হয়ে পরে। শীর্ষ মাদক ব্যবসায়ী রাজিয়ার সাথে তার ছেলেও যুক্ত রয়েছে। সহযোগীরা হচ্ছে- হাববি, হাফিজ, সানোয়ার, কালাম, জুম্মান, ডলার ও মোস্তাক সবাই মাদক ব্যবসায় অন্তভুক্ত।সেনাবাহিনীর অভিযান ও গ্রেফতারের পরেও তারা জামিন নিয়ে বের হয় আবারও মাদক ব্যবসায় প্রকাশ্যে শুরু করে থাকে, এমন কি তাদের ভিতরে কোনো রকম ভয়ভিতি ছাড়াই। কিন্তু মিল্লাত ক্যামপের সচেতন নাগরিকের একটাই অভিযোগ যে,বাংলাদেশের সেনাবাহিনীর হাতে অভিযান ও গ্রেফতার হওয়ার পরেও তারা, ছাড়া পায় শীর্ষ মাদক ব্যবসায়ী রাজিয়া ও তার ছেলে এবং সহযোগীর- হাবিব, হাফিজ, সানোয়ার, কালাম, জুম্মান, ডলার,ও মোস্তাক তারা- গাঁজা ইয়াবা ফেনসিডিন হিরোইন কোকেন সহ অন্যান্য মাদকের পাশাপাশি শাড়ীর ব্যবসায় করে।তাদের বিরুদ্ধে আরেক যাচাই বাছাই করতে গিয়ে আরো জানা যায় যে শীর্ষ মাদক ব্যবসায়ীরা জামিন নিয়ে বের হওয়ার পরে টুটুল নামে, আর্মি পারসোন মিল্লাত ক্যামপ আবারও অভিযান হবে বলে সতর্ক বার্তা দিয়ে যায়। আমরা যখন আরো যাচাইবাছাই করতে যাই তখন আরো যায় যে,তারা এখন ও প্রকাশ্যে মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছে।
Leave a Reply