স্টাফ রিপোর্টারঃ গতকাল বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার জোট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন বারাইশ গ্রামের কৃতিসন্তান সাংবাদিক মীর হোসেন মোল্লাকে আনুষ্ঠানিকভাবে উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হয়েছে।
মানবাধিকার জোটের উপদেষ্টার দায়িত্ব গ্রহন করার পর, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মীর হোসেন মোল্লা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, মানুষের জীবন, অধিকার, সমতা এবং মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধাগুলিই মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। অধিকারগুলি কেউ কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। মানুষের জীবনকে ভালো ও সুন্দর করে তুলতে সাহায্য করে মানবাধিকারগুলো। এজন্য মানুষের জীবনে মানবাধিকারের প্রয়োজন এবং গুরুত্ব অনেক বেশি থাকে।
মীর হোসেন মোল্লা আরো বলেছেন, স্বাধীন এবং সুস্থভাবে বেঁচে থাকা এবং জীবনকে সুন্দর করে গড়ে তুলতে সহায়তা প্রদান করে। মানুষের ভালো গুণগুলোকে বিকশিত করতে সহায়ক ভূমিকার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে মানুষ এসব অধিকার প্রাপ্ত হয়ে থাকে। শিক্ষার সুযোগ প্রদানের মাধ্যমে, সমাজে যোগ্যতা ও মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ করে দেয় এবং মানুষের মাঝে সম্প্রীতি তৈরির মাহ্যমে, সমাজে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক।
তিনি বলেন, ধর্ম বর্ণ ও ভাষা নির্বিশেষে সকল মানুষের স্বাধীনতাকে সমুন্নত করতে হবে। মানুষের মৌলিক মানবাধিকারের ঘোষণা এবং স্বীকৃতি প্রদান একটি মহান এবং বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে মানব ইতিহাসে মাইলফলক হয়ে আছে। সকলের যৌথ প্রচেষ্টায় মানুষের এই অধিকারগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর। জন্মগতভাবে সকল মানুষই স্বাধীন, সম অধিকার ও সমমর্যাদা সম্পন্ন এবং সমান সুযোগের দাবিদার। সকল মানুষই বিবেক বিবেচনা বোধ সম্পন্ন। ফলে, সকলেই পরস্পরের সাথে ভ্রাতৃত্বমূলক আচর। ণ করবে।রাজনৈতিক বা আন্তর্জাতিক মর্যাদা নির্বিশেষে রাষ্ট্রের নাগরিককে সমদৃষ্টিতে দেখা হবে।
Leave a Reply