চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পহেলা জানুয়ারি বুধবার বিকেলে চিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল আমীন রাসেল। বিশেষ অতিথি ছিলেন আনন্দ সংঘের উপদেষ্টা প্রফেসর আব্দুল কাইয়ুম, আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক সাংবাদিক এমদাদুল হক, কেন্দ্রীয় সমন্বয়ক পলাশ খান, কেন্দ্রীয় সদস্য মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার আরিফুল আলম মজুমদার, সমাজ সেবক কাজী বাদল। আনন্দ সংঘের সদস্য জহির খাঁনের সভাপতিত্বে ও সদস্য হোসাইন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে কবুতর উড়ানো, পতাকা উত্তোলন ও আলোচনা সভায় চিওড়া ইউনিয়নের প্রত্যেক গ্রামের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘সত্য ও সুন্দরের পক্ষে আমরা’-এ স্লোগান ধারণ করে ২০১৫ সালের পহেলা জানুয়ারি আনন্দ সংঘ প্রতিষ্ঠিত হয়। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
Leave a Reply