মনজুর এলাহী তপনঃ ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এখন পর্যন্ত তার পরিবর্তন হয়নি। পরে পুলিশি কার্যক্রম পুরোদমে চালু হলেও এখন পর্যন্ত বন্ধ হয়নি চুরি-ছিনতাইয়ের মত ঘটনা। এতে ভয়- আতঙ্কে দিন কাটছে নগরবাসীর। গত কয়েকদিন ধরে নগরীর বেশ কয়েকটি এলাকায় ছিনতাইয়ের শিকার হওয়াদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায় বলে উল্লেখ করেছে একটি দৈনিক।
জানা গেছে, শাহ আমানত সেতু চত্ত্বর, সিটি গেট, একে খান, নিউ মার্কেট, রেলস্টেশন, কোতোয়ালী, আন্দরকিল্লা, চকবাজার, জামালখান, চন্দনপুরা, বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর ২নং গেট, জিইসি, দেওয়ানহাট, আগ্রাবাদসহ বেশ কয়েকটি এলাকায় দিন দুপুরে ছিনতাইয়ের মত ঘটনা ঘটছে। এছাড়া ফ্লাইওভারেও থেমে নেই ছিনতাই।
চট্টগ্রাম মহানগরীতে বিগত সময়ের তুলনায় বেড়েছে চুরি। বিশেষ করে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি বাড়ায় উদ্বিগ্ন নগরবাসী। দিনে-দুপুরে চুরি এমনকি ডাকাতির মতো ঘটনাও ঘটছে। প্রকাশ্যে ঘটছে ছিনতাই। প্রকাশ্যে ঘটছে মারামারির মতো ঘটনা। অর্থাৎ হঠাৎ করে সমাজে অপরাধ ও উচ্ছৃঙ্খলা বেড়ে গেছে। অবশ্য
এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চুরি রুখতে ইতিমধ্যে তৎপরতা বাড়ানো হয়েছে বলেও দাবি করেছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন গণমাধ্যমকে বলেন, নগরীতে চুরি ও ছিনতাই ঠেকাতে সিএমপি’র পক্ষ থেকে বিশেষ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের মোটরসাইকেল পেট্রোলিং এবং প্যাডেল পেট্রোলিং বাড়ানো হয়েছে। নগরীর বিভিন্ন স্পটের পাশাপাশি প্রবেশপথগুলোতে দিন রাত ২৪ ঘণ্টা টহল টিম কাজ করছে। ছদ্মবেশী ডিবি পুলিশের পাশাপাশি সাদা পুলিশের অবস্থান ও রাতের বেলায় চলা বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেওয়াসহ নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ । তাছাড়া আমাদের নিজেদের বসানো ৩২৮টি সিসি ক্যামেরা নগরীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে। তা শীঘ্রই সচল হয়ে যাবে। পাশাপাশি ব্যবসায়ী বা ব্যক্তিগত সিসি ক্যামেরাওলোর নিয়ন্ত্রণ যাতে সংশ্লিষ্ট থানা পুলিশ নিতে পারে, সে ব্যাপারে কমিশনার মহোদয় নির্দেশনা দিয়েছেন।
এসব যেনো কথার কথা না হয় সেটা দেখতে চায় নগরবাসী। রাস্তায় ছিনতাইকারী আর বাসায় চুরি এই পরিস্থিতি থেকে নিস্তার চায় নগরবাসী। আশা করি পুলিশ বাহিনীর সর্বশক্তি দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সচেষ্ট হবে। লেখকঃ মনজুর এলাহী তপন/ সাংবাদিক ও কলামিস্ট।
Leave a Reply